T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সুমন দিন্ডা

আপাতত রাস্তা বন্ধ

গতি বাড়ানোর জায়গা ছিলো না,
ওভারটেক সম্ভব নয়,
একমুখী রাস্তায় অপরিমিত যানবাহন
কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।
সামনে কেবলই জঙ্গল, চিৎকার, বিশৃঙ্খলা
পেছনে চোখরাঙানি, গালাগালি,
সবকিছু সহ্যের মধ্যে নাও থাকতে পারে,
তবু মুখবন্ধ খামের মতো
সমস্ত প্রক্ষোভ ভেতর গিলে নিয়ে
হাসিমুখে পোজ দিয়ে যেতে হবে।
তবেই না স্টেজের বিশেষ চেয়ার
আপনার জন্য অপেক্ষা করবে,
অপেক্ষা করবে পরম আদর।

এসব কিছুই বুঝতে পারিনি বলেই
এখনো আটকে আছি মাঝপথে।

বাইরে বেরোনোর রাস্তা বন্ধ আছে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।