একটু বিপন্নতার ভেতর রেখে আসা মাগধী রাত
অন্ধকারের ইজের টেনে খুলে ফেলে মনোলিপি,
বিশুদ্ধ বাতাসের মতো কিছু হাবভাব অমিল বলে
চেনা ঠিকানা হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়ে।
গভীর যখন আরও গভীরে নামে
খোলা আকাশ মেঘের আক্রমনে কোণঠাসা
তখনই ইতিহাসের বুক ছুঁয়ে যায়
পলতে সাজানো মন্দির-আলো, মৃদু শিহরণ,
চূড়ায় দাঁড়িয়ে পতাকা তারই সাক্ষ্য বয়ে চলে।
নীচের বিপন্নতাটুকু ছড়িয়ে দিয়ে
ঈশ্বর চিনে নিচ্ছেন তাঁর পরবর্তী সংখ্যা।
অবিশ্বাস আর বিষন্নতায় প্লেট সাজিয়ে
ভক্তেরা খুঁজে চলেছে সেই ধারাপাত
মনকে অন্ধকার পুকুরে নিমজ্জিত করে।