কবিতায় পদ্মা-যমুনা তে সৌমেন দেবনাথ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আশিদের প্রেমবিলাস
তোমার চৈত্র মুখে আমার বসন্ত ছোঁয়া
এনে দেবে অনাবিল আনন্দধারা
বিষণ্নতার গতরে আনন্দের ঢেউ তরঙ্গ
এনে দেবে অনাবিল ঝর্ণাধারা
তোমার আশির ভাঙাবটা মুখে
এনে দেবো শিশুর নিগূঢ়তা
তুমি দৃষ্টি দিয়ে নগ্ন করো আমায়
অস্থির মোহে হে কালের খেলুড়ে
সৃষ্টফণায় ছোবল মারো অতি বিষে
আমার জলন্ত কবিতা গহনে
কোন অর্থে তোমার যৌবনের করবো বিদ্রূপ
দিনের পর দিন ফুল ফল দিতে দিতে আমিও তো
আজ যৌবনহারা বিধ্বস্ত জলশূন্য মেঘমালা
কেনো তবুও আমি হবো নেহায়েত ঠাট্টার
আমরাও বাঁচবো চরিত্রের মাদকতায়
অতি অনাবৃত আলিঙ্গনে
অনাদিকাল নিদ্রাহীন
বিমুখ বিধাতার মতো কেনো হে প্রাণ সন্ন্যাস?