T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন সায়ন্তন ধর

সে যে রূপকথারই দেশ
বাদল দিনে ওই আকাশের বুকটি চিরে
ঝরলো বারি, আয়না হলো তেপান্তরে
বর্ষা দিনে জল সায়রে চল ভাসি
তিস্তা নদী ডাকছে আমায় করুণ সুরে
রাখাল তুমি বাজাও গো ভাই সেই বাঁশি।
সায়ন্তিকায় সূর্য যখন নেই সহায়
অভাবী সংসারেতে সলতে কিনতে তেল ফুরায়
অপেক্ষাতে কাটবে সে রাত যেমন কাটে
দুঃখগুলো ঘুচবেই কাল ভোরের আলোয়
বানভাসিরা দেখো চেয়ে নৌকো বাঁধা ঐ ঘাটে।
আজ দেখো গো চেয়ে চেয়ে নীল আকাশে
সাদা পেঁজা তুলো মেঘের ভেলা ভাসে
তেপান্তরে উঠছে জেগে ঐ ডাঙা
জলছবিতে ঝলমলে এক দিন হাসে
আয়রে সবাই সারাবো আজ পাড় ভাঙা।
তারপরে হাত লাগাই সোনার ধান বোনায়
বাড়বে চারা যত্ন নিলে এই সময়
বাদল মেঘের ছুটি হবে দিনে দিনে
সবুজ ধানের ফুল বাতাসে পরাগ ছড়ায়
হেমন্তিকায় ভরবে গোলা মাতবো নবান্নে।