T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় সুজাতা দে

ভালোবাসার সাক্ষর
এক সাগরে মময়ূরপঙ্খী অন্য রোদ-ঝড়ে পোড়া;
এক আকাশে তিনটি মনের ঘুর্ণিপাকে ভীষণ ওড়া।
পরিপূরক কে যে কার; বুঝতে হারে তিন প্রাণ..
গাইছে ওরা খামখেয়ালে খুব ক্যাজুয়াল মিলন গান।
দুই নারী মিলযে ভারী এক পুরুষের ওঠায় শ্বাস
চাকরিহীন আমায় যদি পালিস তবেই বাসর-বাস।
দ্বিধায় ভোগে দুইটি নারী, এক নারী পগার পার;
গাঁটছড়াটা দৃঢ় বানায়; উপর-লিখন ভাগ্যে যার।
সিগনেচারে যায় যে চেনা উপরলিখন যেমন হোক..
বিশ্বাসের মান-টা দিলে ভালোবাসা বাড়ায় রোখ।