সাতে পাঁচে কবিতায় শৌনক দত্ত

তাজা খবর

 

চুরির দায়ে নেতা

বাতাসে ষড়যন্ত্র কামড়ে দিচ্ছে বেড়াল

এই তত্ত্ব নিয়ে সংবাদ সম্মেলনে

উদভ্রান্ত মাননীয়া ঘোষণা করলেন

নেতা আর চুরি দুটোই দেখার ভুল

আলোর প্রতিসারণের ফল। ষড়যন্ত্র

বাইরে তখন মাননীয়ার অনুপ্রেরণা ভিজচ্ছে ২১ জুলাই

ভাব সমাধিতে রামকৃষ্ণ

দক্ষিনেশ্বর ঘুরতে আসা কারা যেন

ফিসফিস করছে-

টাকা মাটি, মাটি টাকা!

 

সুইসাইড নোট

 

অনেক রাত তখন

বাইরে কুয়াশা শহর, হিমজমাট আর নিঃসঙ্গ

নির্জনতা বেয়ে উঠে গিয়েছিল তারাদের দিকে।

উঁচু, আরো উঁচু।

ভবঘুরে মেঘের মতো

মেয়েটির শেষ কথাগুলো কড়িকাঠে ঘুরে বেড়াচ্ছে আর

হাওয়ার ছিলায় টান দিয়েছে।

সারারাত ধরে আমরা শুনছি

টন টন কথা

ভোর নিয়ে আসছে প্রতিধ্বনি

সব বাড়িঘর থেকে

সব শহরতলি থেকে

সব কবর থেকে।

 

ইতি বন্ধুজীবন

 

সমস্ত জীবন আমাদের বয়ে গেলো-

একটি ব্যাকুল শব্দ প্রজাপতির মতো!

জানালায় খিল এটে বাড়িগুলো পরস্পর কাছাকাছি হচ্ছে।

আমরা পাহাড়ের চূড়ায় সমুদ্র বেঁধে তাকাই,

আর নগরের ভিড়ে জেগে ওঠে ফুল চুরির সকাল।

বহুদূরে ঐতিহ্যের শহর থেকে আলোর ঝিলিক এসে

দিগন্তের ঠান্ডায় দোল খায়।

আমরা কুড়িয়ে রাখি স্কুল-বালকের ছবি,আঁকার খাতা রেলগাড়ি।

বৃষ্টি আমাদের ওপর ভ্রমণ করে চলে যায় ক্রমাগত বাদামি।

জোছনায় প্লাবিত ঘুমের পথিক আমরা ঝলমলে রোদের ওপরে

বিছিয়ে দিই নৌকা,চৈত্রের শেষে বৃষ্টি নামে জঙ্গলের সবুজ ধুয়ে!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।