গদ্যানুশীলনে সুজাতা দে

দোষ
সম্পর্কে মামাতো পিসতুতো ভাই হয় রকি নিলয় আর প্রসূন। নিলয় ওদের মামার ছেলে। দুই মাসতুতো ভাই এর-ই নিলয়ের বৌ হাসিখুশি মিশুকে পম্পিকে খুব পছন্দ।কমবেশি তিন ভাইয়ের বয়েস প্রায় পিঠোপিঠি। তাই পম্পিকে ওরা নাম ধরেই ডাকে। রান্নাবাড়ায় হৈ হুল্লোড়ে পম্পি জমিয়ে রাখে পারিবারিক অনুষ্ঠানের আসর। সেই পম্পিকে রকি আবিষ্কার করল ইন্সটাগ্রামে। নাচের মুদ্রার ভিডিওতে সেক্সি পম্পি কি তাদের সত্যিই চেনা। কাউকে কিছু না জানিয়ে লাইক দিতে গিয়ে প্রেমে পড়ে গেল রকি।
ওদিকে প্রসূনও খোলামেলা পোষাকের পম্পিকে আবিষ্কার করল ফেসবুকে। সেও প্রেমে ভাসলো চুপচাপ।
নিলয়ের ব্যবসাটা প্রায় লাটে ওঠে। তবু কি এক রহস্যে ওদের খানাপিনা,ঘোরা বেড়ানোতে কোনো খামতি নেই।স্বামীর দুই ভাইয়ের সাথে প্রেম চালাতে গিয়ে গোপন টাকা পয়সার লেনদেনে যুক্ত হলো পম্পি। নোংরা ভিডিও আপলোডের জন্য রকি ওকে ইন্ধন যোগাতে লাগলো।
আর্থিক লোনের বোঝা মাথায় নিয়ে নিলয় সব জেনেও চুপচাপ। রঙিন মুখোশ ঢাকা মায়ের মুখটাতে ক্লাস সেভেনের অর্ক সেক্স চ্যাটে ক্লিক করে বসতেই পম্পির বোধোদয় ঘটে গেল। নামী ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর এই ফল! নিজের চারিত্রিক নোংরামোটা এবার অর্কের মধ্যে খুঁজে পেয়ে নিজেকে চাবকাতে ইচ্ছে করল। আরও চমক অপেক্ষা করছিল। সব জেনে নিলয় বলল,ওটা তোমার দোষ নয় পম্পি, ওটা তোমার জিনের।