কবিতায় সম্রাট দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রেলগাড়ি ফ্যানটম
থমথমে রেলগাড়ি, রেলগাড়ি ফ্যানটম!
আমযাত্রীর অদৃশ্য বর্জ্য রেলের দু’ধারে,
অজৈব নিক্ষেপে নেই রূপোলী তবক।
জৈবের রুমালচাপা এড়িয়ে যাওয়া
কালোদিন আর আলোর রাত…
বকওয়াস্! বেশ আছি বিন্দাস!
থমথমে রেলগাড়ি, রেলগাড়ি ফ্যানটম।
রাতের টু-টিয়্যরে সিল্কের গতি,
অসংরক্ষিত মা’য়ের কোলে ঠাসাঠাসি
চীনেবাদামের ধূসর খোসার জমায়েত।
করিমচাচার গামছা,কবিরাজ গোস্বামীর
প্যানাসিয়া পঞ্চবটী মলম আর
খবরের প্যাকেটে ঝালমুড়ির ঝালে
লাল-গেরুয়া-সবুজের মিশেল।
সব দূরে, বহুদূর রেলগাড়ি শনশন্…
থমথমে রেলগাড়ি, রেলগাড়ি ফ্যানটম।
বাতানুকূলে প্যান্ট্রির আনাগোনা,
টোম্যাটো-স্যুপের উষ্ণ বাহারি চুমুক,
স্লীপারকোচে ঘুমের দর কষাকষি,
নির্বিবাদে দফারফা সব আউটপোস্টে আটক!
থমথমে রেলগাড়ি, রেলগাড়ি ফ্যানটম।
গ্রীন-সিগন্যালের প্রতীক্ষায় আমি তুমি।
সব মুখ ফিরিয়ে, চোখ উঁচিয়ে
সমান্তরাল দৃষ্টিদলের স্টেটাসে।
সবুজ আলোর হাতছানি খুঁজি
হুইসেলে চাপা পড়ে থাকে সমবেত স্বর!
থমথমে রেলগাড়ি, রেলগাড়ি ফ্যানটম…