T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় শংকর দেবনাথ
by
·
Published
· Updated
প্রাণের ঠাকুর
জীবন যখন যায় শুকায়ে
লুকায়ে কঁদে বুক,
তখন তােমার গানের ধারায়
জাগায় প্রাণে সুখ।
দুঃখ তাপের সান্ত্বনাহীন
ক্লান্ত অমানিশায়,
তােমার কাব্য দেখায় আমায়
আলাের পথের দিশা।
অহংবােধের রােদে যখন
গর্বডানা ওড়ে,
আমার মাথা তখন তুমি
দাও হে নত করে।
সকল ঠাকুর নকল ঠাকুর
পটের আঁকা ছবি,
তুমিই আমার প্রাণের ঠাকুর
ত্রাণের ঠাকুর রবি।