কাব্যানুশীলনে শিপ্রা দে

দর্পচূর্ণ
দাম্ভিকতার বর্ম পরে ক্ষমতার জোর দেখিয়ে যাও
হাতের মুঠোয় এই ক্ষমতার দর্প করে কি তুমি পাও?
দুদিনের এই খেলা ঘরে পাপের বোঝা বাড়াও খালি
রক্ত যখন ঠাণ্ডা হবে অহম হবে ফালি ফালি।
রক্ত তোমার ফুটছে এখন,অজ্ঞান রিপু বশে কোথায়!
যশের খুশি তুঙ্গে ওঠে জাহির করো কথায় কথায়।
টাকার নেশায় জ্ঞান হারিয়ে দুর্বলেরে করছো শোষণ
দুর্বলেরাও ভয়ে ভয়ে আজকে তোমায় করছে তোষণ।
কালকে তুমি পড়বে পাঁকে থাকবে না কেউ সেদিন পাশে
চামচিকেরাও মারবে চাঁটি ,তারা খসবে ঐ আকাশে।
পেশির জোরে আত্মসুখে কোরছো তুমি যা খুশি তাই
গর্ব তোমার খর্ব হবে বয়স যখন হবে’রে ভাই।
আসলে ভবে খালি হাতে যাবে চলে খালি হাতে
শেষ জীবনে যাবে যখন কিবা নেবে তুমি সাথে?
টাকা পয়সা গাড়ি বাড়ি গয়নাগাঁটি আছে যতো
পড়ে রইবে ধুলোর মাঝে নিষ্প্রাণ ইঁট,পাথরের মতো।
যৌবনেরও গর্ব জেনো এক নিমেষে খর্ব করে
পলাশ যতই গর্ব করুক গ্রীষ্ম এলেই ঝরে পরে।
মিছা নেশায় আছো ঘিরে বুঝবে সেদিন শেষের বেলা
সকল হিসেব দিতে হবে ফুরাবে যেই ভবের খেলা।