হৈচৈ কবিতায় সম্পৃক্তা দাস

করোনা

পৃথিবীতে আছে চীন নামে এক দেশ,
ওখানকার লোকগুলো বদমাশ বেশ ৷
পোকামাকড় খেয়ে উৎপত্তি করল মহামারি করোনা,
যদি এর থেকে বাঁচতে চাও বাইরে বেরিও না ৷
তাইতো ভারতে লকডাউন এত!
এতে সব মানুষের ক্ষতি হল কত ৷
এখন সবার মাথাতে ঘোরে একটাই চিন্তা,
কিভাবে কাটাবে রোজ পুরো দিনটা?
কি আর করি এখন এভাবেই দিন কাটাই ,
কবে আসবে ভ্যাকসিন? না হলে নেই রেহাই ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।