কবিতায় শিপ্রা দে

১। পরকীয়া
যৌবন নেশায় মত্ত হয়ে
জীবন গেল রসাতলে
ছাড়লি ঘরের সুন্দরী বৌ
অজুহাতে ছলে বলে।
প্রেম জোয়ারে হাবুডুবু
ভাসিয়ে তোর জীবন ভেলা
দুদিনের এই কাম বাসনায়
পরকীয়া প্রেমের খেলা।
হোঁচট খেয়ে পড়বি’রে তুই
বিফল হবে স্বপ্ন রেখা
ভেসে যাবে সুখের সংসার
প্লেটোনিকের মরণ দেখা।
ফেরারি মন অন্ধকারে
পাপ কাজেতে নিমজ্জিত
মনুষ্যত্ব হারিয়ে তুই
একটুও হোস না লজ্জিত।
শুদ্ধ প্রেমে মুক্তি পাবি
সফল হবে স্বপ্ন আশা
দুই বাহুতে জড়িয়ে ধর
সত্যিকারের ভালোবাসা।
২। প্রথম প্রেম
শরৎ আকাশ সপ্তমীর চাঁদ
ক্লাবে হোলো দেখা
আড়চোখেতে দেখলে তুমি
বেকিয়ে ভ্রূ রেখা।
আধা চাঁদের আলোয় তোমার
গুরুগম্ভীর ভেক
পড়ে ছিলে কালো প্যান্টটা
সবুজ কালো চেক।
একগাল দাড়ি ফ্যাশনের যুগ
পায়ে কোলাপুরি
এক নজরে দেখেছিলাম
বয়স ছিলে কুড়ি।
চোখের পরে চোখ চলে যায়
এতো ভীড়ের মাঝে
ভেবেছিলাম হাবাগোবা
হবে খুবই বাজে।
কিন্তু তবু মুখটা হোলো
রাঙা আবির মাখা
দুহাত দিয়ে আলতো করে
মুখ দিয়েছি ঢাকা।