সাতে পাঁচে কবিতায় শিপ্রা দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ফাগুনের বিদায় বেলা
ফাগুনের শেষ চৈতের হাওয়ায়
মুকুল গুলো পড়ল ঝরে
কালো মেঘে ঢাকল আকাশ
সর্বনাশের পথটি ধরে।
উড়ছে ধুলো পড়ছে চর
তপ্ত মাঠে চরছে গরু
নদীনালা,পুকুর,ডোবা
শুকিয়ে সব হচ্ছে মরু।
তৃষ্ণার্ত কাক ডাকছে গাছে
উদাস বাউল গাইছে গান
ধুলোয় ভরা শূন্য মাঠে
কাস্তে হাতে চাষীর প্রাণ।
কাজলমসী মেঘ গুচ্ছ
ছলনা ঝড়ের পূর্বাভাস
পলাশ গুলো যাচ্ছে ঝরে
শিমুল বলে সর্বনাশ।