কবিতায় বলরুমে সুজাতা দে

আবিরলালে আবিরদিনে
মেঘ পলাশের আবিরলালে বসন্তদিন ডাকে
আবেগী মন চুমুর ছোঁয়ায় মাতাল শঙ্খপাকে।
শিমুল নেশায় ভালোবাসা তীব্রভাবে পায়
ফাগুন বাতাস রোমাঞ্চ-মন শুধু তোমায় চায়।
ভোরের কোকিল কুহু ডাকে মাতাল দোসর খোঁজে;
অনেক মন-ই বন্ধুতাকে রঙের খেলায় বোঝে।
মিলন শুধুই প্রেমের নয়, বন্ধুদিনের আলো
আজ ফাগুনে রঙিন পোষাক লাগছে বড়োই ভালো।
বিভেদ মোছে ধর্মবর্ণ ফাগ ফোয়ারায় হোলি
মিষ্টি ছুঁয়ে মিষ্টি হেসে কেন বলিস চলি?
আর একটু থাক আপন হয়ে মনের কাছাকাছি
মাতিয়ে তোল আনন্দক্ষণ বিপদ দিনেও আছি।
মন মিলনের টান-শিকড়ে ফোটে পলাশ শিমুল
বাসন্তিকায় মহুল নেশায় আর কোরানা ভুল।
বিশ্বভুবন আসবে কাছে কুহু কুহু ডাকো
হাতকে ধরো শক্ত হাতে ভালোবাসা রাখো।
পলাশ শিমুল শুকিয়ে গেলেও ভালোবাসায় থাকিস,
সারাজীবন মনের খাতায় বসন্তকাল আঁকিস।
সারা বছর এই সুবাসের অপেক্ষাতে থাকা
স্নেহ ক্ষমা প্রেমদুয়ারের পেখম মেলে রাখা।