দিব্যি কাব্যিতে সুধীর দাস

আত্মপ্রত্যয়
মনের মাঝে ব্যথার পাহাড়
তবু হাসি মুখ,
ব্যক্ত কভু করে না গো
তাহার মনের দুঃখ।
সারাজীবন কাটায় তারা
মনে নিয়ে ভয়,
অনিশ্চিত জীবন তাদের
কখন কি রে হয়।
মধ্যবিত্তের অনেক ব্যথা
বলবে কারে ভাই,
সহ্য করে হাজার দুঃখ
চুপটি করে তাই।
ঘর্ম ঝরায় দিনে রাতে
পায় না রে সুফল,
নির্জনে ঘরের কোণে
ফেলে চোখের জল।
হাসিখুশি থাকে তবু
মনে আছে জোর,
আঁধার কালো রাত পেড়িয়ে
আসবে নতুন ভোর।