কাব্যানুশীলনে শিবরাম দে

মাতৃরূপী দূর্গা
বছরের মাত্র চারটে দিন,
আমি আসি এই মর্ত্যলোকে।
তখন ওই চারটে দিন,
নরক পরিণত হয় স্বর্গলোকে।
এই চারটে দিন আমার,
খুব যত্ন-আত্তি হয়।
বাকি ৩৬১ দিন সবাই আমায়
শুধুই ভুলে রয়।
চারটে দিন সবারই মুখ,
হাসি খুশিতে থাকে ভরে।
সবাই কত যত্নের সহিত,
পুজো- আচ্চা করে
চারটে দিন ছাড়া যে আমার,
আর কোনো দিন নেই!
সবাই সেটা প্রমাণ করে,
চারদিনের এই ভালোবাসাতেই।
বাকি দিনগুলিতে আমায়,
রাস্তায় পড়ে থাকতে হয়।
অনেকেই তখন ভুলে যায়
সব নারীতেই আমি রই।
প্রতিমাতেই কি শুধু আমি আছি?
আর কি কোথাও নেই?
সব মেয়েদের মাঝেই আমি
মাতৃরূপী দূর্গাতেই।
যে হতভাগারা আমায় চিনলো না,
জানলো না আমার রূপ।
কেন যে তারা সেই প্রতিমাতে ই
জ্বালায় শুধু ধূপ।
মর্ত্যলোকে কি আমি শুধু
প্রতিমারূপেই আসি?
আজ আমি খুব দুঃখিত যে,
চিনতে পারল না জগৎ বাসী।
যে হতভাগারা মা মা বলে,
কেঁদে গেল শুধু প্রতিমার কাছেই।
তারা কেউ আমায় জানলো
না,
আমি ছিলাম মাতৃরূপী নারীতেই।