কবিতায় শুভদ্বীপ দত্ত

বিষন্নতা

তুমি চলে যাওয়ার পর নেমে আসে বিষন্নতা ,
এ মন শুনিয়ে চলে একঘেয়ে দুঃসংবাদ ;
আবারও এগিয়ে আসে একাকী নিরবতা গুলো,
ছুঁড়ে দেয় কতশত পরিযায়ী অপবাদ ।

তুমি চলে গেলে ভাবি যাযাবর হয়ে গেছি আমি ,
ঠিক যেন তোতাপাখি হঠাৎ‌ই হয়ে গেছে বোবা,
চাতক ভেবেই যদি ভালোবাসা চেয়ে আমি থাকি,
প্রতিদানে হয়ে ওঠে দুচোখ নিস্পৃহ ডোবা ।

যেভাবে বেড়ে ওঠে প্রেম , না তাকিয়ে হেঁটে যাও তুমি ,
গতিবিধি মেপে মেপে একত্রে জমিয়ে যে রাখি ,
যতদুর থেকে তোমায় অদৃশ্য হয়ে যেতে দেখি,
পরাজয় ছায়া হোক, তবুও তো জিতে যাওয়া বাকি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।