T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সুমন দিন্ডা

অন্ধকারের প্যারাডক্স
বুকের ওপর কিছু একটা নড়াচড়া করছে
স্মৃতি, ভালোবাসা, বিরহ নাকি অভিমান
কে জানে কে এসে রাতকে ডানা দিয়েছে,
অন্ধকার আর রক্ত উড়ে যাচ্ছে পাশাপাশি,
বাইরে ঘাপটি মেরে আছে বোবা চাঁদ
কিন্তু ধরতে গিয়ে নিজেই কেমন মেঘ হয়ে গেছে।
বুকের ওপর কিছু একটা নড়ছে,
হয়তো গতজন্মের কোনো আঘাত
কিংবা কোনো বিশ্বাসঘাতকতার ক্ষত,
নয়তো একটা এলিজি, মনের দেওয়াল বেয়ে
চুপিচুপি নেমে আসছে টিকটিকির মতো
খাদ্যের উৎস সন্ধানে।
আচ্ছা ওটা তো সেই পোকাটাও হতে পারে
যে মাথার মধ্যে তালগোল পাকায়
আর হাতকে দিয়ে লিখিয়ে নেয়
যত আজগুবি পথ আর বীথির কথা,
যেখানে শেষ রাতের অন্ধকার ঘুমিয়ে পড়ে
ডালপালার আন্দোলনে।
সে যাই হোক, যখন ভোর আসবে
দেখা যাবে সবকিছু মিলিয়ে গিয়ে
গোটা একটা শরীর ফুটে উঠবে বিছানায়,
যে কেবল মৃতদেহের মতো
অন্যের কাঁধে চেপে চলে যায় অনন্তের দিকে।