এই শীতের মরশুমে শাড়ির সাথে হোক এক্সপেরিমেন্ট।
হ্যাঁ রূপসজ্জার প্রথমে যে কথা আসে তা হল শাড়ি। এটা এমন একটা পোশাক যেটা যে কোনো চেহারায় মানায় তবে জানতে হবে কিভাবে সাজলে লাগবে অপরূপা।
রোগা চেহারার মেয়েদের জন্য আজকে বেছে নিলাম সাদা কালো রং। সাদা মেঝের কালো পাড়ের যে কোনো শাড়ি কুঁচি করে পরুন আঁচল রাখুন সিঙ্গল ভাঁজে। কালো হাইনেক বা কালো ব্লাউজ দিয়ে পরুন সাদা শাড়ি।
কালো ব্লাউজ পরলে সিলভার অক্সিডাইজ কোনো লম্বা সেট পরুন, চুল রাখুন খোলা।হালকা মেকাপ করুন সাথে ঠোঁটে দিন ডার্ক কোনো সেড বা ন্যাচরাল কলার। কপালে একটু উপর দিক করে একটা কালো টিপ- ব্যাস আপনি অনন্যা।