গরমের দাবদাহ কাটিয়ে আমরা একটা বেশ গা- সওয়া আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। মেঘছায়া আবহাওয়া টা বেশ ভালো লাগছে অন্যহাতে গরমের আবহ বেশ কম। এই আবহাওয়াতে দুটো রং ভীষণভাবে শরীরকে ঠান্ডা রাখে। ধূসর ও ঘিয়ে রং বা অফ হোয়াইট।
আজ এই দুটো রঙের পোশাক নিয়েই কথা বলবো।
ধূসর রঙের শাড়ি-
১. ধূসর রঙের যে কোনো চওড়া পারের শাড়ি পরুন। আঁচল রাখুন সিঙ্গেল স্প্লিট। হাইনেক ব্লাউজের সাথে খোলা চুল। একটু বড়ো টিপ, ঝোলা দুল আর গলায় লম্বা নেকপিস।
২. ধূসর রঙের সাথে লাল রঙের কম্বিনেশনের সরু পাড় শাড়ি পরতে পারেন গোলপিঠ ব্লাউজের সাথে। গলায় লম্বা চেন, ঢলা বিনুনি একপাশে করে রাখুন, কানে টিয়ার-ড্রপ দুল আর ছোট্ট একটা টিপ।
৩. ধূসর রঙের কোনো সিল্ক যদি পরেন তবে একরঙা শাড়ি বাছুন। একদম ছোট্ট স্প্লিট করে আঁচল করুন, বাহারি খোঁপা করুন সাথে ঝলমলে গহনা পরুন। ব্রোচ লাগান আঁচলে, হাতে কয়েক গাছা চুড়ি আর কোমড়ে বেল্ট ও পরতে পারেন এখনকার কেতাদুরস্ত রকমের।
# ধূসর রঙের পোশাক-
১. ধূসর লালের কম্বিনেশনে তাঁতের চুড়িদার পরতে পারেন। চুড়ি পায়ের সাথে কোয়াটার স্লিভ ও গোল গলা টপ সাথে একদিকে পিনড ওড়না। মানানসই গহনা, টিপ ও লিপস্টিকে আপনিও অনন্যা।
২. টপ যদি পরেন তাহলে কমলা বা গোলাপি লেগিংস দিয়ে পরুন নি-লেন্থ টপ। পনিটেল করুন চুলে আর ছোট্ট টিপ। ব্যাস।
আজ এটুকুই থাক। আগামীদিনে বলবো অফ হোয়াইট বা ঘিয়ে রঙের পোশাক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, স্টাইলে থাকুন।