• Uncategorized
  • 0

কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

আজ বলবো ত্বক নিয়ে কটা কথা।এই টানটান গরমের আবহাওয়াতে ঘরোয়া উপায়ে ত্বককে ভালো রাখার উপায়।
প্রথমেই বলি পার্লারমুখী না হয়েও ত্বককে ভালো রাখা যায় বিভিন্ন উপায়ে। তার মধ্যে অন্যতম হলো ঘরোয়া পরিচর্যা।
১.গরমে ত্বকের উপর ট্যান পড়ে যায় বেশিরকম। তাই সপ্তাহে অন্তত দু দিন টকদই ফেঁটিয়ে মুখে লাগান ও শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন ঠান্ডা জল দিয়ে। ত্বকের সমস্ত ট্যান উঠে যাবে এই রেমিডি তে।
২.বর্তমান আবহাওয়াতে দূষণ যেভাবে বাড়ছে তাতে করে ত্বকের উপর এর প্রভাব চূড়ান্ত রকম পড়ে। যার ফলে স্কিন এজিং, ডার্ক হেডস্, হোয়াইট হেডস্,ত্বকের উজ্জ্বলতা হ্রাস প্রভৃতি সমস্যা দেখা দিচ্ছে। সপ্তাহের অল্টারনেটিভ ডে তে চিনি ও মধুর মিশ্রণ মুখে লাগিয়ে হালকা হাতে ঘষে তুলে নিন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ও লাগিয়ে নিন পছন্দমতো ময়স্চারাইসার। উপরের সমস্যা থেকে মুক্তি মিলবে।
৩.পাতিলেবু ত্বকের জন্য ভীষণ উপকারী একটা উপাদান যা সমৃদ্ধ ভিটামিন E দিয়ে। অর্ধেক করে কেটে নিয়ে সারা মুখে, হাতে এবং বডির ওপেন পার্টগুলোতে ভালো করে ঘষে নিন। সাথে মেশাতে পারেন চিনিও। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন ঠান্ডা জলে। ত্বক হবে আকর্ষণীয়।
৪.গোলাপ জল সমস্ত রকম ত্বকের জন্য উপকারী। ত্বক ভালো করে ক্লিন করে নিয়ে বারবার গোলাপ জল লাগান। এতে ত্বকের আদ্রতা বজায় থাকবে ও ত্বক হবে উজ্জ্বল।
৫. অতিরিক্ত তৈলাক্ত ত্বকের জন্য সপ্তাহে অন্তত একদিন ব্যাসন, ট্যমেটোর রস ও আলুর রস একসাথে মিশিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখুন তারপর সেটি পরিস্কার ত্বকের উপর মোটা করে লাগান। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব দূর হবে।
আজ এই অবধি থাক। সামনের সপ্তাহে থাকছে আরও নতুন কিছু।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।