ফ্যাকাশে জীবনগুলো রঙিন হয়ে ওঠে যাপন চিত্রে,
খুব সাবধানে জানালা খুলে দেখি নীলচে হচ্ছে আকাশ
একপশলা গুঁড়ো হাওয়ায় শিউরে ওঠে শরীর-
এই তো তুমি…
আকাশ শরীরে লালচে দুটো ঠোঁট
নেশালু বোজা চোখদুটো খুব শান্ত লাগে
যেন সব বিষ তোমার-
অমৃত ও
আমার কানে”মধুবন খুলি খুলি যায়… “
আলতা পায়ে নূপুর পরি
ডেকেছ যে, যেতে হবে সন্তর্পণে
চলে যেতে হবে সেখানে, যেখানে পড়েছে তোমার মধু-পা,
যেখানে ভীষণ শান্ত প্রাকৃতিরূপ
সেখানে আমার চিরবিলাস বিলাপ সুখ।