|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সোমা চট্টোপাধ্যায় রূপম
by
·
Published
· Updated
রাজ্যবিন্যাস
নদীরা রূপমতী হলে চড়াই আসতে চায় উতরায়ের দরজায়। আসল দরজা পেরিয়ে ওপারে যাওয়া ততটা কঠিন নয় যতটা বরফ আইসক্রিমের চাঁই হয়।
পাথুরে জমিরা তাই আরও বরফ হয়েছে আগেই। এবার পালা সহাবস্থানের। তাই মাসতুতো ভাই-এর মতো ওরা পাহাড় হয়ে গেল- বরফের পাহার। হিমালয়ান উপত্যকায় তখনও জাফরানি মেয়েরা খেলে বেড়াচ্ছে শৈশবীয় টানে। ওরা বড় হলে প্রকৃতি হবে কথা দিয়েছে। তখন বরফ গলে নদী হবে জলমতী। আর মাটি হবে আরও আবাদী।
নদীরা রূপমতী হলে পাহাড় হয় খাত আর খাতের মাঝে মৎস্যকন্যারা তখন নতুন জগৎ তৈরি করে। পাতারা সবুজ হয়, গাছে ফুল ফোটে আর পৃথিবী হয় রূপবতী৷ রূপনামার রানী।
তারপর আরও একটা রাজপুত্তুর, পক্ষীরাজ আর!!!
আর…..