কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

সাজো তো দেখি
এই শীতে সবচেয়ে বেশি শুষ্ক হয় ঠোঁট, তাই এর যত্ন সবচেয়ে বেশি নিতে হয়। আজ জেনে নিই কী কী করলে ভালো থাকবে ঠোঁট।
১| লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে অল্প করে সান্স স্ক্রিন লাগিয়ে নিন।
২| প্রত্যেক দিন অন্তত একবার করে ঠোঁটে দুধের সর লাগিয়ে একটু হালকা হাতে ম্যাসাজ করে নিন, ঠোঁট ময়স্চারাইসড থাকবে।
৩| প্রত্যেক দিন রাতে শোবার আগে আমন্ড অয়েল লাগিয়ে রাখুন।
৪| সারাদিনে তিন থেকে চারবার করে সামান্য গোলাপ জল ও মধু মিশিয়ে গুলে নিন ভালোভাবে এবার এই মিশ্রনটি ঠোঁটে লাগান৷
৫| সপ্তাহে দুবার হাফ চামচ চিনির সাথে পছন্দের কোল্ড ক্রিম মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন, ঠোঁট ভালো থাকবে।