শীতের মরশুমে স্টোল, হালকা চাদর বা শালের একটা বিশেষ ভূমিকা আছে। এটা যেমন আরামদায়ক তেমনই বিশেষ ভঙ্গিতে ব্যবহার করলে সবার মধ্যে থেকেই আলাদা একটা আবহ বয়ে আনতে পারেন আপনিও। এইবেলা তবে জেনে নিই কীভাবে ব্যবহার করবো রকমারি চাদর বা স্টোল।
এখন বেশ বাহারি রং ও কাজ করা চাদর বাজারে কিনতে পাওয়া যায়। যেমন ধরুন মিনেকারি কাজের চাদর, পমপম লাগানো স্টোল, বাটিকের এবং বাঁধনি প্রিন্টেড চাদর, উলেন থ্রেডের ভরাটি কাজের শাল।
১. হালকা যে কোনো রঙের ফুলস্লিভ উলেন কুর্তির সাথে একটু হেভি ওয়ার্ক মিনেকারি শাল সিঙ্গেল স্প্লিট করে পরুন। চুল রাখুন খোলা। ছোট্ট টপ থাকুক কানে সাথে ডিপ লিপস্টিপ।
২. আপনার ওয়াড্রবে অবশ্যই একটা পমপম লাগানো স্টোল রাখুন। এটা কম্ফোর্টার হিসাবে জিন্সের সাথে, শাড়ির সাথে গায়ে জড়িয়ে এবং চুরিদারের সাথে ওড়নার মতো করে পরুন। সাথে মানানসই লিপস্টিক ও সাজ।
৩. বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠানে যেতে হলে এবং একটু আলাদা লাগতে হলে বাটিক বা বাঁধনির একটা শালের কালেকশন রাখলে ভালো হয়। কুর্তি বা সর্ট টপ দিয়ে স্কার্টের সাথে পরুন। চোখে ডিপ কাজল, এবং হালকা লিপস্টিক। একটু ভাড়ি গোছের জাঙ্ক জুয়েলারিও পরতে পারেন সাথে। ব্যাস আপনিও অনন্যা।