সামনেই দীপাবলি। এই দীপাবলি শুভ আলোক রোশনাই ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি প্রান্তে। মহামারীহারা হোক বিশ্ব।
আজ আমরা কথা বলবো দীপাবলীর সাজ নিয়ে।
রং মানেই লাল। তাই লাল দিয়েই শুরু হোক।
দীপ প্রজ্জ্বলন করতে হয় অল্প বিস্তর সবাইকেই। তাই সিল্কের শাড়ি এড়িয়ে চলুন। পরে নিন হালকা কাজের গাউন। ফুল কলার গাউন এখন খুব ইন-ট্রেন্ড। তাই এবার দীপাবলিতে স্লিভলেস ফুলকলার গাউন। লাল রঙের গাউনের সাথে নেভিব্লু বা গোল্ডেন বড়ো দুল পরুন, চুলে বড়ো ইন্ডো-ওয়েস্টার্ণ খোঁপা আর একটু ন্যুড মেকাপ।
এছাড়াও পরতে পারেন প্লাজো টপ্। লং টপের সাথে স্কার্ট প্লাজো। বটল গ্রিনের সাথে মেরুন বা গোল্ডেনের সাথে রেড। থ্রিক্যুয়াটার হাতা টপের সাথে লং নেক পিস পরুন সাথে ব্রাশের ইয়াররিং। লাইট মেকাপে চোখ ও ঠোঁট হাইলাইট করুন। হাতে চূড় জাতীয় স্টাইলিস চুড়ি এবং ওভারসাইজ ফিঙ্গার রিং পরুন। চুল থাক সাইড পার্টিং করা। ব্যাস আপনিও অনন্যা।
আজ এই পর্যন্ত থাক। আগামী দিন আসবো ভাইফোঁটার বিশেষ সাজকথা নিয়ে। ততক্ষণ অবধি দেখতে থাকুন টেক – টাচ -টক।