আজ একটু অন্যরকম হোক। রোজই কথা বলি মেয়েদের সাজগোজ নিয়ে আজ কথা বলি ছেলেদের নিয়ে।
বিভিন্ন অনুষ্ঠানে কীভাবে তারাও হয়ে উঠতে পারে আকর্ষণীয় তাই দেখে নিই।
১. প্রথমেই যাবো ফরমাল ড্রেসআপে। সাদা, ঘিয়ে, অফ- হোয়াইট, ধূসর কিংবা হালকা হলুদ এর যে কোনো একটা সার্ট পরুন গায়ের রঙের সাথে সামঞ্জস্য রেখে। সাথে পরুন ব্ল্যাক বা ব্রাউন প্যান্ট। অফিস স্যু পরুন, সাথে অবশ্যই প্যান্টের রংএর সাথে মিলিয়ে মোজা।
জামা ইন করে পরুন আর চুলও আঁচড়ান সেইভাবে।
ব্যাস আপনি রেডি অফিস ল্যুকে।
২. হালকা কোনো ঘরোয়া অনুষ্ঠানে পরুন পঞ্জাবি। পাজামা পরুন ম্যাচ করে। আর যদি ধুতি পরতে চান তাহলে জমিদারি স্টাইলের পাঞ্জাবি বাছুন, গলায় পরুন মোটা চেন, হাতে রিস্টলেট।
বিশেষ অনুষ্ঠান হলে ব্রোচ এবং লহরি ও পরতে পারেন।
আজ এটুকু থাক। আপনাদের উৎসাহে আগামী সংখ্যায় থাকছে আরও চমক।