ক্যাফে কাব্যে সোমা চট্টোপাধ্যায় রূপম

বন্দর
খন্ডচিত্র ঘিরে সম্মুখ সমরে
ওদের ভালোবাসি আজও
দু- একটা ছাতা দুর্বার ব্যর্থতা
ভালোলাগাটুকু থাক
একটু আধটু জীবন নির্মম নির্জন
বন্ধুরা বেঁচে থাক
এসব কাব্যময় রাজসিক সৃজন
রাত আসুক পৃথিবীময়
ওরা বলেছিলো ফিরবে
অন্দরে বন্দরে
শূন্যময় সুন্দরে
দেখা হবে ভোরে
অবেলা সুন্দরে
বিরেতের গান বেঁধে।