বর্ষার মরসুমে কন্যের সাজ কেমন হবে?
কোন পোশাকে থাকবেন কম্ফোর্টেবল্?
প্যাচপ্যাচানি কাদা বা নোংরা জলে পা ভিজলেও কোন পোশাকে থাকলে থাকবে কাঠখোট্টা শুকনো?
চটজলদি শুকাবে কোন পোশাক?
এসো জেনে নিই…
অ্যাঙ্কেল লেন্থ জিন্স- যে কোনো অ্যাঙ্কেল লেন্থ জিন্স পরুন সাথে পরুন টপ।
অবশ্যই মানানসই ম্যাচিংএর সাথে। চুল বাঁধুন তুলে বা টপ নট করে।
নো মেকাপ লুক থাক।
প্ল্যাটফর্ম সু- যে কোনো প্ল্যাটফর্ম সু পরুন আর পরুন চুড়ি’পা লেগিংস। পা থাকবে শুকনো আর জুতো ভিজে।
চুড়ি পা – চুড়িদার বা লেগিংস বা স্ল্যাক্স পরুন এই বর্ষাতে। মোজা বা ক্যানভাস এড়িয়ে চলুন। টপ পরার হলে পরুন কালো বা রেন ড্রপস প্রিন্টের বা ডিপ বেগুনি বা আরও ডার্ক কম্বিনেশনের।
এই বর্ষাতে সুতি একটু এড়িয়ে চলুন। রেয়ান বা সিল্কের পোশাক পরুন যাতে করে সেটা শোকাতে বেশি সময় না নেয়।