রান্নাবাটি -তে সোমা চট্টোপাধ্যায় রূপম

রান্নাবাটি : লে হালুয়া

উপকরণ:

1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনি, 1/2 কাপ ঘি, 6-7টা কাজু, 10টি কিসমিস, 1/2চা চামচ এলাচের গুড়ো

প্রণালী: 

কড়াইতে ঘি গরম করে কম তাপে সুজি 3-5 মিনিট ভাজুন।
একটি পাত্রে চিনি 1 কাপ জলে 3-5 মিনিট ফুটিয়ে চিনির রস করে নিন
সুজি ভাজার গন্ধ বেরোলে চিনির রস দিয়ে দিন। আঁচ কম করুন। কাজুবাদাম কিসমিস ও এলাচ গুড়ো দিন। সুজি সেদ্ধ হয়ে গেলে নাড়িয়ে নামিয়ে নিন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।