আকাশে বাতাসে বসন্ত। প্রেম পড়েছে চারদিকে। এমন আধা শীতেলা গরমের উপযোগী হিসেবে দুটো রং আজ বেছে নিলাম, সাদা আর হলুদ।
এই আবহাওয়াতে বেছে নিলাম লং স্লিভ কুর্তি ও সালোয়ার।
সাদা লংস্লিভ কুর্তির সাথে পরে নিন গোলাপির কোনো সেডের লেগিংস বা প্লাজো।
চুল বাঁধুন সাইডস্পিল্টিং করে, কানে ছোট্ট টপ। মেকাপ থাকুক নো মেকাপ লুকে। চোখে হালকা কাজল ও ঠোঁটে থাকুক হালকা ম্যাটিস সেড।
হলুদ শাড়ি বা কুর্তি বা সালোয়ার পরতেই পারেন এই আবহাওয়াতে।
লাল বা নীলের গাঢ় কোনো সেডের ম্যাচিং ব্লাউজ বা লেগিংসের সাথে জাঙ্ক জুয়েলারি পরুন একটু লং লেন্থের। সাথে পনিটেল বা বান করুন চুলে।শাড়ির সাথে খোপায় ফুলও লাগাতে পারেন।
হালকা মেকাপ ও লাইট লিপস্টিক আপনাকে করে তুলবে আরও অনন্যা সাথে ছোটো একটা ম্যাচিং টিপ পরুন।
আজ এই অবধিই থাক সামনের সংখ্যায় থাকবে ত্বকের যত্নের কিছু টিপস।