কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

আজ তোমাদের বলবো পোশাকের রি মডেলিং করার কিছু টিপস্।
আমরা অনেকেই বাজার চলতি অনেক অর্নামেন্টস দেখি যেগুলো পরতে খুব ইচ্ছে করে কিন্তু বাজেট পারমিট করে না। এর জন্য নিজেই নিজের পুরানো জিনিস গুলো দিয়ে বানিয়ে নাও পছন্দের নতুন কিছু অর্নামেন্টস। এসো দেখে নিই…
১. ব্রোঞ্চ বা ব্রোচ ঃ- এই গহনাটা এখন খুব ইন ট্রেন্ড। কিন্তু বাজারে কিনতে গেলে দাম অনেকটাই পড়ে যায় তাই ব্যবহার করো নিজের একটু বড়ো সাইজের কানের টপ। এবার এর পিনটা বেঁকিয়ে নিয়ে লাগিয়ে নাও সেফটিপিন। এবার এটা লাগিয়ে নিন সালোয়ার, শাড়ি বা গাউনে।
২. হেয়ার অর্নামেন্টস বা গজরাঃ-
বাজার থেকে কিনে নিন সস্তার কিছু প্লাস্টিকের ফুল। এবার একটা কালো রিবনের উপর পোশাকের কালার ম্যাচ করে গ্লু দিয়ে লাগিয়ে নিন ফুলগুলো। রিবনটি বেঁধে নিন খোঁপায়।
৩. হেয়ার পিন ঃ-
প্লাস্টিকের ফুল কিনে এর ডান্ডিগুলোতে ভালো করে সেলোটেপ জড়িয়ে নিন। এবার চুলে ববিপিন বা ক্লিপ দিয়ে লাগিয়ে নিন এগুলো।
৪. টিকলী বা সিঁথিটীকাঃ-
হালকা ঝুমকো যুক্ত পছন্দের কোনো কানের দুল নিন। এবার এতে গলার মাঝারি মোটা চেন দুলের পিনে লাগিয়ে নিন এবং পিনটা বেঁকিয়ে নিন। এবার টিকলির মতো করে হেয়ার পিন দিয়ে লাগিয়ে নিন।
এরকমই আরও স্টাইল সেগমেন্ট নিয়ে আবার আসছি আগামী সপ্তাহে, ততক্ষনে ট্রাই করতে থাকো এই ট্রিকসগুলো।