কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

হাওয়ায় শীত ফিরছে যদিও তবু গরমের কমতি নেই কোথাও। এই মরশুমে ত্বক ও চুলের বিশেষ যত্নের প্রয়োজন সাথে পোশাক এবং স্টাইলিং দুটোই হতে হবে নজরকাড়া। তো আজ দেখে নাও স্টাইল সেগমেন্টে কী কী রেখেছি তোমাদের জন্য-
১
অনেকেই জিন্স পরতে পছন্দ করো আর এখন বিভিন্ন রকম কটন জিন্স বাজারে পাওয়া যায় যেগুলোর সাথে ম্যাচ করে ফুলহাতা বা থ্রি-ক্যুয়াটার ক্রপ টপ ভীষণ ভালো যায়।
এমন পোশাক এই মরশুমে ত্বক বাঁচাতে বেশ উপযোগী হবে।
২
শীতের মরশুমে আসতে চলছে অনেক অনুষ্ঠান৷ সেরকম অনুষ্ঠানে শাড়ি পরতে অনেকেই চায় তবে ক্যারি করতে না পারার ভয়ে পরে না। তাদের জন্য বাজারে খোঁজ করতে পারো প্যান্ট-শাড়ি বা স্কার্ট – শাড়ি। এগুলো রেডিমেড ধূতির মতোই রেডিমেড শাড়ি তাই এগুলো পছন্দানুযায়ী ব্লাউজ বা টপ দিয়ে ট্রায় করা যেতেই পারে।
৩
বিভিন্ন রকম পোশাকের মধ্যে কটন প্যান্ট তো আজকাল থাকেই আমাদের ওয়ারড্রবে। সেগুলোকে সবসময় টপ দিয়ে না পরে পরতে পারো পাঠানি কুর্তি বা পাঞ্জাবি-টপ দিয়ে। একটু অন্যরকম লুক দেয়।
৪
একদম সাদামাটা লেগিংস- টপ কে এলিগেন্ট করে তুলতে বেনারসি ওড়না ব্যাবহার করো। টপের গলার কাটিংএর সাথে ম্যাচিং জ্যুয়েলারি বা বিডস জ্যুয়েলারি বেশ লাগে এবং তোমাকে করে তোলে অনন্য।
আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে থাকছে আরও নতুন চমক। তবে বাইরে বেরোলে মাস্ক ও স্যানিটাইজার মাস্ট কিন্তু।