T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় সোমা চট্টোপাধ্যায় রূপম

রোজনামচা
ধরো একটু একটু করে নেমে আসছে সন্ধে আর
সম্পর্কটা এগিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে
ধরো সমস্ত পৃথিবীটা একটু একটু করে শুকিয়ে যাচ্ছে মরা গাছের মতো
নেমে আসছে ছাইচাপা পরত
বেঁচে থাকা অক্সিজেনটাও শুষে নিচ্ছে ছাইচাপা অভিমান
রোজকার কাজললতা বেয়ে মনসাপাতার কাজল পরতো মেয়েটা
লাল ফিতেয় তেল জবজবে চুলেরা যেন লকলকে সাপ-
ভাত ফোটার গন্ধে রাত নামতো সারা পারা বেয়ে
এখনও অন্ধকার নামে সারা পাড়া বেয়ে
শুধু ভাতের গন্ধটা আঁশটে হয়ে ওঠে
লাল ফিতেরা রং হয়ে যায় ঠোঁটে
আর অভিমানের ফাটলটা-
জলপ্রপাত হয়ে ঝড়ে কোনো অলিক তৃপ্ততার মেঘে
তারপর?
তারপর!
তারপর নতুন মরুভূমির খোঁজ,
নিজেকে হারিয়ে নেবার খোঁজ
তোমাকে জিততে দেখার খোঁজ…