মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৩
বিষয় – জগন্নাথের স্নানযাত্রা/ দৃষ্টিকোণ/ মানবিক
দৃষ্টিকোণ
বড়ো আপেক্ষিক এই দুনিয়ার সবই,
পট পরিবর্তনে পরিবর্তনশীল। আজ যা ভালো,
কাল তাই মন্দ।
যা তোমার কাছে খালি,
তাই আমার কাছে পূর্ণ।
পরিস্থিতি, সময়, পরিবেশ,
সবই ভিন্ন ভিন্ন,
প্রতিটি মানুষ স্বাতন্ত্র্য,
দৃষ্টিকোণও তাই নয় সামঞ্জস্যপূর্ণ।
যে গোলাপ প্রেমের প্রতীক,
তাই কারো কাছে কন্টকময় রক্তশয্যা,
আবার কারো কাছে একটু গরম ভাতের ঘ্রাণ,
কারো বা নোনা জলে ভেজা স্মৃতি বহন।
যে জলের অপর নাম জীবন,
তাই কখনো জীবন কাড়ে দুর্দমনীয় গ্রাসে!
কেড়ে নেয় ভিটেমাটি লাগামহীন উচ্ছাসে,
পরিণত হয় আশ্রয়হীন কত শত জনার সে নিদ্রাহীন ত্রাসে।
ভিন্ন ভিন্ন আঙ্গিক,
ভিন্ন তার দৃষ্টিকোণ।
বিশ্ব থেকে ঘরের চৌহুদ্দিতে,
মন- মনন- চেতনের দৃষ্টিও বিভিন্ন।
কেউ ভালোবাসা বহুল পেয়েও
ভালো বাসা খুঁজে ফেরে আজীবন,
কারো ভালো বাসা জুটে গেলেও,
ভালোবাসা সেথায় বড়োই কৃপণ।।