সম্পাদকীয়

চলতে চলতে কিছু সময় থমকে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে ভাবতে হয় কতটা পথ চললাম, আর কতটা চলা এখনো বাকি। ছোট ছোট ছেলেমেয়েরা সাহিত্য হইচই-এ লেখে, অনেক বড়রাও কিশোর গল্প এবং উপন্যাস লেখেন। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ‘সাহিত্য হইচই’, এবং টেকটাচটকের অন্যান্য বেশ কিছু বিভাগ বন্ধ থাকলেও আমরা পুরোদমে ফিরে এসেছি কাজ এবং লেখা নিয়ে। প্রযুক্তির ভিন্ন সময়ে ভিন্ন রূপ, এবং সেই ক্ষেত্রে এই সাময়িক থেমে থাকা আমাদের নতুন করে পথ চলাকে হয়তো আরো উন্নত এবং প্রশস্ত করবে। আমাদের ধারাবাহিক উপন্যাসগুলির পাশাপাশি আমরা আরো অনেক ছোটগল্প, কবিতা, ছড়া, শিশুকিশোর-উপযোগী নাটক, ধারাবাহিক উপন্যাস, শিশুতোষ চিঠি, শিশুদের বইয়ের আলোচনা এবং আঁকার বিষয় চাইছি।
আপনারা আমাদের মেইল আইডিতে লেখা পাঠান, যোগাযোগ করুন আমাদের। সামনেই বইমেলা, বই পড়ুন, অন্যকেও পড়ান। সাথে টেকটাচটকের সব বিভাগগুলিও ঘুরেফিরে দেখুন, মতামত জানান, আমরা আপনাদের মূল্যবান সময় এবং লেখার অপেক্ষায় রয়েছি। মেইল করুন:
techtouchtalk@gmail.com / sreesup@gmail.com