মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৫
বিষয় – অপ্রকাশিত আমন্ত্রণ/ উৎসবের মেজাজ/ প্রকৃতির পট পরিবর্তন
পটচিত্রের গল্প
রোদের ঘরে মেঘের উঁকি,
শিশির ভেজা চাঁদ।
বৃষ্টি ধারা টুটে দোলে,
সাদা কাশের ফাঁদ।
তারার জলসায় কুয়াশা চাদর,
শিমুল পলাশের বধূ সাজ।
হিমেল বাতাস হয় উদাসী বাউল,
শীতার্ত মনে রাঙা লাজ।
চাতক যাচা দিনের শেষে,
ময়ূর পেখম মেলে।
বাঁধভাঙা জোছনা রাত পেরিয়ে,
নিশ্ছিদ্র অমানিশা কথা বলে।
কোকিল ডাকা মধুমাসে কখন,
তপ্ত মরিচীকা দেয় হানা।
পিঠে-পুলির মিঠে বাসে,
হঠাৎই জমে ফাগের আনাগোনা।
পটচিত্রে গল্প বলে
প্রকৃতি বারোমাস,
সাদা ক্যানভাসে হাজারো রঙের,
টুপটাপ, ফিসফাস।।