কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

অলীক
এই তো আছে
এই তো নেই
টুকরো করে ছড়িয়ে যেই ,
জমাচ্ছি মেঘ , জলপাথর –
থাকছে কিছু ?
থাকছে না ,
এই যে দিন
দিবস রাত
গল্পো জমে রূপকথার
পাখির চোখ
অন্ন জল
লাজ দুয়ারে গাছপাথর
সবই আছে
তবুও নেই ,
অল্প দিন
গল্পে সেই
প্রদীপ জ্বলে অবাকরাত
এই তো থাকে
এই তো নেই
টুকরো করে ছড়িয়ে যেই
লিখছি কিছু
লিখছি না
গল্পো দিন
অল্প রাত
জ্বলছে আলো রূপকথার I