মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৪
বিষয় – চড়কপূজা / মহাবীর জয়ন্তী / গুড ফ্রাইডে
চড়ক
বারো মাসে তেরো পার্বণের আয়োজনে,
চড়কপূজাও সামিল চৈত্র অবসানে।
গাজনের হাত ধরে যার হয় অভিষেক,
যা এক গ্রামীণ লোকসংস্কৃতি, সাবেক।
পূজা ঘিরে জমা হয় শিবভক্তের দল,
নানা উপাচারে, অর্ঘ্যে, নিবেদিত হয় ফুল ফল।
জমে সঙেদের আসর গৌরি, শিব, নন্দী, ভৃঙ্গী সনে
বসে মেলা মাঠে বাটে, গ্রামীণ বাতায়নে।
বছর শেষ ও শুরুর এই সন্ধিক্ষণে,
মাগে সবে শিবের আশীষ, সদা মঙ্গল কামনে।
গ্রাম গ্রামাঞ্চলে এ এক মহোৎসব যেন,
সাধারণত নিম্নবর্গীয় সম্প্রদায়ের উৎসব এ হেন।
চৈত্রের খরতাপে আপন কৃচ্ছ সাধনে,
সপ্তাহব্যাপী সন্ন্যাস ধারণ করে কতো জনে।
বাংলার এই প্রাচীন লোকাচার আজও বহমান,
উৎসবের আবহে যা এক মিলনমেলা সমান।।