মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৮
বিষয় – বাইশে শ্রাবণ / প্রকৃত স্বাধীনতা / শ্রাবণ ধারা
অমর কবিগুরু
শ্রাবণের এতো কান্না বুঝি সবই তোমার জন্য?
নাকি, তোমার ভালোবাসায় স্নাত হয়ে, হয় সে নিজেই ধন্য?
২২শে শ্রাবণ,
তোমার বিদায়ক্ষণ।
কিন্তু তুমি যে অমর, বিদায় নিলে কবে?
তুমি তো প্রতিমুহূর্তে বাঁচো,প্রতি অন্তরে, এই ভবে।
তোমার কবিতায়,তোমার গানে, সাহিত্য-কলার সকল ধারায়,
বাঙালি তথা,বিশ্ববাসী, আজও তাদের সাহিত্যের নাও পারায়।
তুমি যে প্রেম, তুমিই পূজা, তোমার সাহিত্য নন্দনে।
তোমার সাধনায় আজও ব্রতী, বহু নবীন প্রাণের বন্দনে।
বিশ্ববন্দিত হয়েও তোমাতে আজও অটুট মাটির ঘ্রাণ,
তাই তো বিশ্বকবি হয়েও, শুধু তারকাতেই নেই তোমার স্থান।
সকল হৃদয়ের প্রাণের কবি, প্রাণের ঠাকুর তুমি,
তোমার হৃদয়ে বাস করেছে আজন্ম সুজলা সুফলা এই বঙ্গভূমি।
তাই, তোমার রচনায় সবাই খুঁজে পাই নিজেরেই,
তোমার গড়া প্রতিটি কুশীলব বলে যায় জীবনগাথা মোদেরই।
তোমার চেতনা, মনন, সমাজদর্শন, আজও বড় প্রাসঙ্গিক,
তাই তো তুমি জড়িয়ে আছো,আজো সবার জীবনে প্রাত্যহিক।
তোমার প্রেরণায় কলম তোলে আজও কত শত নব্য কলমপ্রেমী,
তুমি ছিলে, আছো,রবে চিরদিন, প্রতিটি অন্তরে অম্লান, অক্ষয়, রত্ন সম দামী।।