কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়
চিরদিন
এখনো জল দিই
নিয়ত প্রতিদিন
সবুজ ঘাসে ঘাসে
মাটিতে ভালোবেসে
কুড়াই কাঁচাপাতা
প্রবল ঘ্রান নিয়ে
এইতো আছি ভালো
জীবনে সারাদিন
অন্য জল ডাকে
প্রবল ঢেউ কারো
বাতাসে মেসে বিষ
এখানে সারাদিন
তবুও হয় দেখা
কখনো রাঙা মেঘ
কোথাও কোন দিন
কখনো ঘাসে ঘাসে
শান্তি ছেয়ে থাকে
ছড়ায় আলো হাসি
মুক্ত প্রান গুলি
তোমারি সুর হয়ে
ভরেছে সারা দিন
এমনি থেকে যাওয়া
নিয়ত সারা দিন
ফুটেছে কোরকেরা
জীবনে নিশি দিন
বাগানে কুঁড়ি গুলি
ফুটবে ফুল হয়ে
দেখবো সেই দিন
তাইতো বসে থাকা
সবুজ ঘাসে ঘাসে
মাটিতে সারা দিন ।