মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০১
বিষয় – আধুনিক/ স্মৃতি/ পুরস্কার
স্মৃতিতে সুখযাপন
কতোই না স্মৃতির বাস মনের চৌহুদ্দিতে,
টুকরো টুকরো জড়ো করে হয় কোলাজ,
এক একটা সময়ের গল্প বলে তারা,
ভাসিয়ে নিয়ে যায় সেই সময়ের স্রোতে।
আঙুল দিয়ে ছুঁতে চাই আদরে,
যেন যত্নে বোনা পশমেরই মতো,
নরম মোলায়েম সুখযাপনগুলো,
বুকের ওমে রেখে যতন করে।
কখন দমকা হাওয়া ঝড়ের দাপটে,
ফেরায় রুক্ষ শুষ্ক বর্তমানের প্রেক্ষাপটে,
সুখ মরীচিকা হয়ে অট্টহাসে,
বিদ্রূপ করে সুখযাপনটাকে।
তখনই আঁকড়ে ধরি সর্বস্ব দিয়ে,
অতীতদিনের সুখ স্মৃতিগুলো,
সব হারিয়েও স্মৃতিতেই যে পাই,
সুখযাপনের বাসরঘরটাকে।।