।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শ্রীতন্বী চক্রবর্তী

অনতিদূরেই…

নিঝুম ঘুমে হাতটা ধরেই ছিলাম,
বিকেল-শাঁখে উজানভাটির সুর,
দিক-কোলাহল স্তব্ধ-কুহক মায়ায়,
তোমার আমার স্বপ্ন অচিনপুর।
পথ পেরিয়ে নৌকো-বাওয়া রোদ,
ইষ্টিকুটুম পাঞ্জাবিতে টান,
মন-মেখলা শরৎ-স্নানের চোখ,
অষ্টমীতে শিউলি-তোমার ঘ্রাণ।
দ্বারকা-দ্বীপেই বুনছে বাবুই বাসা
এক পংক্তি অনতিদূরেই থাক,
ঝাউপাতা-ঠোঁট লেপ্টে তোমার বুকে
সম্রাটেরও শব্দ-সুতোয় ফাঁক?
শস্য-ধুনো দূর্বাঘাসের ছই,
ভাঙছে লাজুক কাজল-সিঁদুর মন,
আজান-স্রোতে মিলতে গেলো ওই
থাকবে বলো? মিথ্যে বিসর্জন!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।