এভাবে কিছু রাত্রি নেমে আসে
পলকহীন; বিষের মতো নীল
যামিনী ভরা রাত্রি কালো চুলে
ডুবতে গিয়ে রক্ত জবা লাল
মুন্ডু কাটে নিজের হাতে নিজে
চতুর্দিক দীপ নেভানো আলো
পান করেছি রাত্রি কালো বীজ
সূত্র খূঁজে করোটি কঙ্কালে
ধুনীর নিচে তন্ত্র আছে জেগে
ফিনকি দিয়ে ইড়া ও পিঙ্গলা
সহস্রারে রাত্রি হয়ে নামে।
বিরহ
দেখা হয়েছিলো নাকি ?
রাজপ্রাসাদে , মন্দির চাতালে।
মাথা নীচু স্থির হয় নির্বাক গোধূলী ,
একঝাঁক পায়রা উড়ে যায়।
যমুনা নীলের গানে দেখা হয় ?
কুঞ্জবনে , দরবারী রাগের কুঠিরে ,
কোন স্পর্শে রোমাঞ্চিত পাতা ?
হেঁটে যায় দুপায়ের সুরেলা নূপুর
ভারী হয় রাত , বনভূমি –
চন্দনের গন্ধ ভেসে আসে
জোৎস্না গাছের ফাঁকে ফাঁকে।
উড়ে যায় দু একটি চকোর।
দেখা হয়েছিলো নাকি ?
রাশি রাশি ফুল ঝরে পড়ে।