ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

গোত্রহীন
দীর্ঘ,অতি দীর্ঘ অদর্শন;
মন খারাপ অকারণ,
কোনো কথাই তো হয়নি সেভাবে বলা,
যেভাবে বললে একটা মালা গাঁথা হয়।
শুধু একসাথে উদ্দেশ্যহীন কিছুটা পথ চলা…
একেবারে একলা এক নিঃসঙ্গ নদী,
নোনা জল ছুঁয়ে যাওয়া
নরম শরীরের মতো কোনো এক বালুবেলা,
রোদ স্পর্শ না করা কোনো গভীর বনানী
পেরিয়েছি, কোনো কথা না বলেই যদি
তবু কেন হারানোর ভয়?
নাহয় কেটেছে কিছু গতিহীন স্তব্ধ সময়
আধখাওয়া এঁটো চাঁদের সাথে,
জ্যোৎস্নহীন গভীর রাতে
হয়তো মিলে মিশে একাকার
এপার ওপার অবয়ব দুটি…
শব্দেরা নিয়েছিলো ছুটি ঠিক সেই ক্ষণে
নিশ্চুপ কথারা সব
উঁকি দিয়ে দেখেছে গোপনে,
খুঁজে পায় যদি পড়ে থাকা ভালোবাসা ইতিউতি
সাদা কাগজে পাশাপাশি ফেলে
এঁকে দেবে যতিচিহ্নহীন এক কবিতার অবয়ব।
না হয় জন্ম নেবে নামহীন গোত্রহীন
কবিতা জারজ; তাতেই বা আছে কোন ক্ষতি?