মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৫
বিষয় – শিক্ষক দিবস/ সুকুমার রায়/ প্রিয়জন
আপনজন
চোখের সামনে যে অবয়ব ভেসে থাকে প্রতিক্ষণ,
ভরসা, বিশ্বাস, মান- অভিমান, সুখ- দুঃখকে ঘিরে সাতকাহন,
যার উপর অধিকারের দাবি থাকে অনায়াস,
যার সাথে জীবন যাপন, মনের সহবাস,
সেই তো আপনজন।
আত্মার নিকটজন।।
যে অনুচ্চারে বোঝে মনের সকল কথা,
চোখের জলের ভাষা, মনের মর্মব্যথা,
যার সহমরমী হৃদয় ক্ষতে প্রলেপ দেয়,
যার অধিকারের দাবি ভালোবাসার কথা কয়,
সেই তো আপনজন।
মনের প্রিয়জন।।
যার দ্বারে কারণে অকারণে যাতায়াতে নেইকো বাধা,
যার দর্পণে আমি সম্পূর্ণ, নয়তো অসমাপ্ত আধা,
যার প্রতিদিনের রোজনামচায়
আমি অঙ্গাঙ্গী জড়িত,
প্রয়োজনে অপ্রয়োজনে যার মনঘর সদা অবারিত,
সেই তো আপনজন।
বন্ধু সুহৃদ সুজন।।
যার সাথে থাকে হৃদয়ের এক অটুট বন্ধন,
যে রয় সদা সকল কাজে, লাগে না নিমন্ত্রণ,
যার কাঁধে মাথা রেখে পার হয় ঝড়ের রাত,
বন্ধুর পথে চলতে নিশ্চিন্তে রাখা যায়, যার হাতে হাত,
সেই তো আপনজন।
প্রয়োজন নয়, প্রিয়জন।।