T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সুব্রত চৌধুরী

আস্থা
দিকে দিকে মণণ মেধায়
ঘুণ ধরেছে ঘুণ,
রাত বিরোতে আর জি করে
ধর্ষিতা হয় খুন।
ঘুণ ধরেছে চেতনায় আজ
স্বার্থে মানুষ বশ,
অন্ধের মতো ছুটছে সবাই
খুঁজছে খ্যাতি যশ।
রক্ষকেরা ভক্ষক হয়ে
পরে ত্রাতার সাজ,
রাত বিরোতে মা বোনেদের
মাথায় পড়ে বাজ।
রাত দখলে নামো সবাই
কালো পিচের রাস্তায়,
মা বোনেরা বেঁচে থাকুক
আমজনতার আস্হায় ।