হঠাৎই পেয়ে গেলাম এক বন্ধ দ্বারের চাবি,
খুলতেই ফিরে পেলাম সেই স্কুল জীবনের ছবি।
মাঝে কেটেছে জীবন নদীর অনেক জোয়ার-ভাটা,
কভু বসন্ত ফুল ফুটিয়েছে, কভু জীবন বিঁধিয়েছে কাঁটা।
তবুও মনের ঘরে ম্লান হয়নি হাসি মুখগুলো,
বন্ধুত্বের পরতে জমেনি কখনো এককণাও ধূলো।
জীবন কাউকে রঙীন রেখেছে, কাউকে বেরঙীন,
তবুও বন্ধুত্বের আমেজ হয়নি আজও উচ্ছাসহীন।
আজো জমলে আড্ডার মজলিশ,কথার লাগাম ছোটে,
চোখে খুশীর ঝলক চলকে পড়ে, হাসিতে প্রাণ মেতে ওঠে।
হঠাৎই যেন ফিরে পেয়েছি সেই অচিনপুর,
হারিয়ে যাওয়া ছেলেবেলা, যেথা উল্লাসে ভরপুর।
কতো না কথা, কতো না স্মৃতি, জমে আছে মন গহীনে,
প্রজাপতির রঙিন পাখার মতো যা রং ছড়ায় সাদামাটা জীবনে।
হারিয়েছি আজ আপন বয়স, হারিয়েছি সীমা,কাল,
স্কুলজীবন যেন এসেছে ফিরে,ফিরেছে কৈশোর কাল।
আজও অবুঝ মনটা শুধুই থাকে বন্ধুদের অপেক্ষায়,
শুধু চোখের দেখাতেও যেন মনের পরশ পায়।
আজ যেন মোরা হাতে পেয়েছি, সেই প্রদীপ আলাদিনের,
জাদুর পরশে খুলে গেছে দ্বার, সেই সোনালী দিনের।
যতো আসুক ঝড়-ঝাপ্টা সবই বুক পেতে সয়ে লবো,
একের তরে অন্যে বাঁচবো, বিচ্ছেদ নাহি সবো।
হাতে হাত রেখে দৃঢ়তার সনে করি এই অঙ্গীকার,
ফিরে পাওয়া এই বন্ধুত্বের পথ হারাবো না কেউ কভু আর।।