T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সুলগ্না চৌধুরী

মায়াময়ী
বিহানবেলায়,অহনা আলোয়
বসন্তসখার অবিরাম তানে
নিঝুম দুপুর ক্রমশঃ আসে
ঘুঘু ডেকে ওঠে মন ভারী হয়।
মোম গলা জ্যোৎস্নায় হাওয়া দিয়ে যায়।
তাল, সুপুরির পাতার আড়ালে
চাঁদ এসে দাঁড়ায়, সন্ধ্যা ঘনায়।
অশ্বত্থ শাখের ঝিরিঝিরি হাওয়ায় রাত ভারী হয়।
বরষন নামে কালি মেঘ হতে।
উষ্ণতা বয়ে আনিস শীত চাদরে।
তোর সোহাগ রাখা থাকে সেই ওমেতেই।
তুই যে আছিস রবির গানে, প্রতিটি পর্যায়ের
প্রতি আয়োজনে, প্রতি গদ্যে, পদ্যে, প্রতি অনুচ্ছেদে
সুনীল, শঙ্খ, শক্তি বাবুদের
প্রতি কলমে।
ধরে রাখা সব সেই আবেগেই।
প্রতি উৎসবের ঝাড়বাতি ঘিরে,
ঠুংরি, দাদরার মেহফিল ভরে।
মহোৎসবের অঞ্জলির মন্ত্রে
দাঁড়িয়ে তুই পাশটি ঘেঁষে।
তোর অলিন্দের বাম পাশ ঘিরে
হৃদপিণ্ডের ছোট্ট প্রকোষ্ঠে
প্রতিমুহূর্তে লাব, ডাব ডাকে
প্রতি নিঃশ্বাস, কত কথা মাঝে
সেথা নীরবতায় গভীর অর্থ মাঝে।