T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সংহিতা চৌধুরী

আত্মনেপদী
ক্ষতের রক্ত জমা রেখে অমাবস্যার চাঁদকে খুঁজছি
প্যানিক ডিসঅর্ডারের কারণে শ্বাসরুদ্ধ হয়
গোমুখসাপের বিষে বিছানার চাদর নির্লিপ্ত হলে
গন্ধ ছড়ায়।
তবুও একদিন পুবের আকাশে অ্যাংজাইটি সরে বিক্রিয়া ঘটে
দেখি সামান্য গুটিপোকা ধমনী বেয়ে আসছে
পরে ঠোঁটের আঁচড় ছিন্ন করলে
যত্নে তার শরীরে চুমুর রং আঁকি।